Main Menu

উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

mmcগত শনিবার দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুল কাদির, প্রতিষ্ঠানের পরিচালক প্রিন্সিপাল মোস্তফা কামাল, পরিচালক ও সমাজসেবক শাহ মোঃ ইয়াছিন।

প্রভাষক ইভা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মাহবুবুল ইসলাম, শিক্ষার্থী আরাফাহ আক্তার প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অমৃত লাল সাহা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদ স্থান নেই। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র, শিক্ষক ও সর্বস্তরের সচেতন দেশপ্রেমিক নাগরিকগণকে এগিয়ে আহবান জানান। তিনি আরো বলেন, কোন ধর্মেই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। তাই যারা ধর্মের দোহাই দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মত অপকর্মে লিপ্ত রয়েছে তারা আসলে কোন ধর্মেই বিশ্বাস করে না।প্রেস রিলিজ






Shares