Main Menu

সিয়াম সাধনা মানুষকে পরিশুদ্ধ জীবন গঠনে উদ্বুদ্ধ করে::অধ্যক্ষ সোপানুল ইসলাম

+100%-

56643আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সোপানুল ইসলাম সোপান বলেছেন, সিয়াম সাধনা মানুষকে পরিশুদ্ধ জীবন গঠনে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, আমাদের আত্মার শুদ্ধতার জন্য রোজা। তাই রোজা রাখার মাধ্যমে আমরা উন্নত চরিত্র গঠন করতে পারি। তিনি বলেন, সমাজ জীবনে শৃঙ্খলার জন্য, মূল্যবোধ সৃষ্টির জন্য সর্বোপরি ধনী গরীবের ব্যবধান ঘুচাবার জন্য আমাদেরকে উত্তমরূপে সিয়াম সাধনা করতে হবে।

তিনি শুক্রবার একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পীস ফর অল আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পীস ফর অল এর সভাপতি শ্রমিকনেতা হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ এমদাদুল হকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক এম এ হানিফ, অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, কবি ও সাংবাদিক মোহাম্মদ ইদ্রিস, বিশিষ্ট ব্যবসায়ী তাহের উদ্দিন ভূইয়া। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন হাফেজ এম. এ মতিন।প্রেস রিলিজ


Shares