Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর নির্ধারন বিষয়ে মত বিনিময় সভা

সরকার নির্ধারিত কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহযোগিতা করতে হবে —পৌর মেয়র নায়ার কবির

+100%-

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভার কর নির্ধারন বিষয়ে পৌর নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা পরিষদের সদস্য ছাদেকুর রহমান শরিফ, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, হোসনে আরা বাবুল, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসারসহ পৌর এলাকার নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, সরকার নির্ধারিত কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহযোগিতা করতে হবে। তাই সকলের মতামতের ভিত্তিতে পৌর নাগরিকদের কর পুনঃনির্ধারন করতে চাই। আসুন আমরা সম্মিলিতভাবে পৌরসভার উন্নয়নে একযোগে কাজ করি।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, পৌর কর পুনঃনির্ধারণে নাগরিক সেবার পাশাপাশি নাগরিকদের সক্ষমতাকে বিবেচনায় আনতে হবে।






Shares