Main Menu

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর দোয়া ও ইফতার মাহফিল

সরকারি কর্মচারীদের জন্য আমার দরজা সবসময় খোলা …………………… জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সংগঠনের জেলা সভাপতি এ.এইচ.এম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম,পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সমন্বয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ডা. মোঃ আবু সাঈদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড, মাহবুবুল আলম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম.আব্দুল বাছেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কুতুব উদ্দিন আহমেদ ও কাজী হাফিজুল ইসলাম নাছু।

প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন সরকারি কর্মচারীদের জন্য আমার দরজা সব সময় খোলা। যে কোন প্রয়োজনে আমার কাছে আসলে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। জেলার সকল কর্মচারীরা সুশৃঙ্খল-সুন্দরভাবে সকল অফিসে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করিলে জেলার সম্মান বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন করে যাচ্ছেন। সরকারি কর্মচারীদের জন্য বেতন-বোনাস ও বৈশাখী ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধি করছেন। তাই এই সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে সরকারি কর্মচারীরা যার যার অবস্থান থেকে কাজ করে যান। যাতে সরকারি উন্নয়নের ধারা অব্যাহত থাকে। সবশেষে দেশ-জাতি ও কর্মচারীদের কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল্লাহ






Shares