Main Menu

শুক্রবার তিতাসকণ্ঠ’র জেনারেল ম্যানেজার সুজিত বণিক খোকনের শ্রাদ্ধক্রিয়া

+100%-

Khokanব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান উমেশ চন্দ্র বণিকের ৪র্থ পুত্র ও দৈনিক তিতাসকণ্ঠ পত্রিকার জেনারেল ম্যানেজার সুজিত বণিক খোকনের শ্রাদ্ধক্রিয়া ও পরলৌকিক অনুষ্ঠানাদি আজ শুক্রবার শহরের দক্ষিণ কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী শনিবার রাত ৯টায় টি.এ রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে শ্রাদ্ধভোজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বর্গীয় সুজিত বণিক খোকনের ভাতিজা সজীব বণিক পাপন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সুজিত বণিক খোকন গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ১১টায় বণিকপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন চিরকুমার। প্রেস রিলিজ


Shares