Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব গোলাম জিলানী ও খাদেম মাওলানা শিব্বির আহম্মেদের মৃত্যুতে তাদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব মসজিদে অনুষ্ঠিত হয়। জেলা মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জেলা প্রশাসক ও জেলা জামে মসজিদ কমিটির সভাপতি হায়াত-উদ-দৌলা খাঁন।

জেলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আইয়ুব আলীসহ কমিটির সদস্যবৃন্দ। পরে জেলা প্রশাসক মসজিদের তহবিল থেকে খাদেম মরহুম শিব্বির আহম্মেদের পরিবারকে আর্থিক সহায়তায় ১ লাখ টাকার চেক মরহুমের ছেলে রেদোয়ানের হাতে তুলে দেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা বেলায়েতুল্লাহ্ নূর।


Shares