Main Menu

দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলুন———-জেলা প্রশাসক

+100%-

brahmanbaria-durnity-biridi-manabbondon-picture-9-12-16

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উপলক্ষে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। তিনি দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর নজির আহমদ, সনাক সভাপতি জেসমিন খানম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কবি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য সহিদুল ইসলাম,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ,। স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন, চেঞ্জের সমন্বয়কারী আবুল বাসার, শিখা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রেজিনা সুলতানা,শেখজাহাঙ্গীর ,স্বপ্নতরীর নির্বাহী পরিচালকতাহেরউদ্দিনভুইয়া প্রমূখ।
মানব বন্ধন কর্মসূচী বাস্তবায়নে স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া, ভরসা, চেঞ্জ, শিখা সমাজ কল্যাণ সংস্থা ,স্বপ্নতরী,র‌্যাপ সহায়তা করে। এছাড়া মানববন্ধনে নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়,আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন এনজিও ওসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।


Shares