Main Menu

মিনায় পদদলিত হয়ে ৫০ জন বাংলাদেশি হাজি নিহত

+100%-

503b9a0cbe53437b9f835fc78b9cf8c9মক্কা, ২৪ সেপ্টেম্বর- সৌদ আরবের মিনায় পদদলিত হয়ে ৫০ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবরটি প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ। তারা জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

ঐ খবরে আরো জানানো হয়, জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আজিজুর রহমান এখন হাসপাতালে রয়েছেন। তিনি নিহত বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। তিনিই ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর জানিয়েছেন।

বাংলাদেশিদের ব্যাপারে তথ্য জানতে মিনার দু’টো ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন নম্বরগুলো হলো: +৯৬৬৫৩৭৩৭৫৮৯৮, +৯৬৬৫০৯৩৬০০৮২।

বৃহস্পতিবার হজযাত্রীরা মিনায় হজের অন্যতম আনুষ্ঠানিকতা জামারাহ অর্থাৎ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার সময় এই পদদলিতের ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে মিনায় পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮৬৩ জন।






Shares