Main Menu

বাঞ্ছারামপুরে ঐতিহ্যবাহী শস্য কর্তন উৎসব

+100%-

সালমা আহমেদ : বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে রূপসদী ইউনিয়নে ব্লকে বোরো ফসলের কর্তন উপলক্ষ্যে  ঐতিহ্যবাহী ’শস্যকাটা’ উৎসবের  কর্মসূচী উদ্ধোধন করা হয়।  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম(প্রাক্তন যুগ্ম সচিব) , উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউসার হোসেন, এবং উপজেলা কৃষি অফিসার মোঃ নোয়াখেরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসহাক আলী , স্থানীয় উপসহকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অসংখ্য কৃষক-কৃষাণী শস্য কর্তন অনুষ্ঠানে অংশ নেয়।

উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে- এদেশের কৃষি উন্নয়নে কৃষি বিভাগের ভূয়শী প্রশংসা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রাষ্ট্রীয়কাজে ব্যস্ত থাকায় উপস্থিত না থাকা সত্বেও তিনি কৃষকদের উদ্দেশ্যে এক বাণীতে বলেন-  আধুনিক কৃষি প্রযুক্তি ব্যপকভাবে কৃষকদের মাঝে বিস্তারের পরামর্শ দিয়ে এলাকার উৎসব যেন নবান্নের ধানী উৎসবে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে।আশাকরি এই কর্ত্তন উৎসব সাফল্যে রুপ নিয়ে কৃষকের মুখে হাসি ফুটাবে।

উপজেলা নির্বাহী অফিসার আশা ব্যক্ত করেন যে, কর্তনকৃত ব্রিধান-৫০(বাংলামতি) জাতটি যেন ব্যপকহারে পরবর্তিতে অত্র এলাকায় কৃষকদের মাঝে বিস্তার ঘটানো হয়। উপজেলা কৃষি অফিসার শস্য কর্তনের উদ্দেশ্য ।যা এখন হাওরঞ্চলের উৎসবে পরিণত হয়েছে।তিনি নতুন শস্য কর্তন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। সার্কেল পদ্ধতির নতুন প্রযুক্তিতে কর্তনকৃত ব্রিধান-৫০ জাতের ধানের হেক্টরপ্রতি ৬.৬৫ টন ফলন পাওয়া যায়।






Shares