Main Menu

বাঞ্ছারামপুরে নকল সাবান কারখানার সন্ধান, নকল সাবান ও যন্ত্রপাতি জব্দ

+100%-

mobile court
জেলার বাঞ্ছারামপুরে সাবান তৈরির দু’টি কারখানা থেকে নকল ২ হাজার ৭০০ পিস সাবান ও যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার মিরপুর বাজার ও সোনারামপুর বাজারে অভিযান চালিয়ে এসব সাবান জব্দ করা হয়। বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার মিরপুর বাজারের রব্বান মিয়া ও সোনারামপুর বাজারের ওমর ফারুক ওরফে সাবান ফারুকের মালিকানাধীন ভেজাল সাবান তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানা থেকে ২৭০০ পিস সাবান ও একশ পিস সাবান তৈরির ডাইস উদ্ধার করা হয়। এ দুই কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ‘হাতি মার্কা’সহ বিভিন্ন কোম্পানির সাবান নকল করে আসছিল বলে জানা গেছে। সহকারী কমিশনার মামুন সরদার নকল সাবান জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares