Main Menu

২১ নভেম্বর থেকে মলাইশ গ্রামে শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন

+100%-

god_radha_krishna_galleries_5387001740
প্রতিবেদক ॥ “ভক্তিই বল, নামই সম্বল” শান্তি ও মানব কল্যাণ কামনায় সরাইল উপজেলার মলাইশ গ্রামের শ্রী শ্রী রাধামাধব আশ্রমে শুরু হচ্ছে ২৪ প্রহর ব্যাপী ৩২তম শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব ১৪২২ বাংলা। আগামী ২১ নভেম্বর শনিবার বিকাল ৫টা হইতে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, রাত ১২টায় অধিবাস সংকীর্তন এর মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২২, ২৩, ২৪ নভেম্বর ২০১৫ইং, রোববার, সোমবার, মঙ্গলবার তিন দিনব্যাপী ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে নামসূধা পরিবেশন করবেন হবিগঞ্জের শ্যাম অনুরাগ সম্প্রদায়, খুলনার শেফালি সম্প্রদায়, গোপালগঞ্জের রাধারাণী সম্প্রদায়, সাতক্ষীরার অস্টসখী সম্প্রদায়, বরিশালের মা যশোদা সম্প্রদায় ও মলাইশ গ্রামের স্থানীয় কীর্তনীয়া দল। শেষদিন মঙ্গলবার বিকাল ৩টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। ২৫ নভেম্বর বুধভার ব্রহ্মমুহুর্তে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞের সমাপ্তি করা হবে। উক্ত নাম সংকীর্তনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং সকলের অংশগ্রহণ কামনা করেছেন শ্রী শ্রী রাধামাধব আশ্রমের পক্ষে- মলাইশ দ্বীনহীন ভক্তবৃন্দ।






Shares