বাঞ্ছারামপুরে পরীক্ষা ছাড়াই পিইসি পাস তিন শিক্ষার্থী!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সবগুলো বিষয়ে অংশ না নিয়েই তিন শিক্ষার্থী পাস করেছে।
গত বছরের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-র ফলাফল প্রকাশিত হয়।
এতে দেখা যায় উপজেলার জয়কালিপুর সরকারি আনন্দ স্কুলের শিহাব উদ্দিন জিপিএ-১.৫৮, একই স্কুলের ছাত্রী সাথি আক্তার জিপিএ-১.৬৬ ও কদমতুলী সরকারি আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোশাররফ হোসেন জিপিএ-২.৩৩ পেয়ে পাস করে। তারা সমাপনী পরীক্ষায় দুটি বিষয়ে অংশ নিয়ে বাকি বিষয়গুলোতে অংশ নেয়নি।
বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট স্কুল দুটির প্রধান শিক্ষকসহ বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নৌসাদ মাহমুদ।
শিক্ষা অফিসার বলেন, ‘আমাদের কোনো ভুলের কারণে এমনটি ঘটেনি। আমরা উল্লেখিত তিন শিক্ষার্থীর চারটি পরীক্ষায় অনুপস্থিতির রেকর্ড পাঠিয়েছিলাম।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। ওই শিক্ষার্থীদের ফল বাতিলের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।