Saturday, October 18th, 2025
সরাইলে পুকুরে গোসল নিয়ে বিরোধ, টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় তারা মারধরের শিকার হন। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এবিস্তারিত





























