Monday, June 30th, 2025
বাঁচতে চায় কিডনী রোগে আক্রান্ত ইয়াছিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াছিন মিয়া (২৬) নামে এক অসুস্থ কিডনী রোগীর পাশে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। সোমবার বিকেলে উপজেলার আকছিনা গ্রামের অসুস্থ ইয়াছিন মিয়ার বাড়িতে এই সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহায়তা অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভ’ইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ কেফায়েত উল্লাহ, ছাত্রদল নেতা আশিক মাহমুদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেনবিস্তারিত
নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নবীনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়ন থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। এরপর নবীনগর থানার একটি টিম এসে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরবিস্তারিত
আখাউড়ায় পুকুর ভরাট করায় লাখ টাকা জরিমানা

আখাউড়ায় পুকুর ভরাটের দায়ে মো. বসির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯জুন) দুপুরে পুকুর ভরাটের বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলার ধরখার এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় পুকুর ভরাটের সত্যতা পাওয়া গেলে মো. বসির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(৮) ধারা অনুযায়ী বসির মিয়া নামের ওই ব্যক্তিকে ১বিস্তারিত





























