Thursday, June 26th, 2025
নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের একটি মৎস্য আড়তে পরিচালিত অভিযানে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয় এবং এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি কংশ দাস নামের এক আড়তদারকে “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এর অধীনে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন। স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী পিরানহা ও বিষাক্তবিস্তারিত
দুই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা দলের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন। দায়িত্ব থেকে অপসারিত দুজন হলেন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম এবং শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা সাড়ে ১০ মাস ধরে এই দুই ইউপির চেয়ারম্যান নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত।বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের স্বপক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি। এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শামীম ট্রেডার্সকে ৩০ হাজারবিস্তারিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মামু আরিফকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহ্বায়ক মোঃ আরিফ নূরুল আমীন (মামু আরিফ) কে বহিষ্কার করা হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বুধবার পত্র স্বাক্ষরিত হলেও তা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হয়। তবে পত্রে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা সুষ্পষ্ট করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হল, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ থাকায় গত ২৩/০৬/২০২৫ইং তারিখে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জবাব চাওয়া হলেওবিস্তারিত
নবীনগরে ভাতিজার দায়ের কুপে চাচার হাতের কব্জি কর্তন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে ভাতিজার দায়ের কুপে রফিকুল ইসলাম নামে এক চাচার বাম হাতের কব্জি কেটে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন৷ স্থানীয় সূত্রে জানাযায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের দুই ভাইয়ের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়, তর্কবিতর্কের এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলাম এর উপর হামলা করেন৷ এ সময়বিস্তারিত
নবীনগরে পুলিশের এএসআইয়ের অত্যাচারের বিরুদ্ধে নিজের গ্রামে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে পুলিশের এএসআই মলাই মিয়ার বিরুদ্ধে নিজের গ্রামবাসীরা মানববন্ধন করেন। বৃহস্পতিবার সকালে বাঘাউড়া ঈদগাহের মাঠ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।অভিযুক্ত এএস আই মলাই মিয়া বাঘাউড়া গ্রামের আমীর আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ এএস আই মলাই গ্রামের বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা। তাদের অভিযোগ মলাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসে বিভিন্ন দলীয় কোন্দলের জন্য ইন্দোন যোগাতেন। ভিন্ন মতের লোকজনদের ওপরবিস্তারিত
আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন গ্রেপ্তার

আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে পৌরশহরের সড়কবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাত হোসেন পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা এবং আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। আখাউড়া থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, গ্রেপ্তার শাহাদাত বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





























