Friday, March 21st, 2025
কসবায় গ্রামবাসীকে সাথে নিয়ে ইফতার করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন

কসবায় গ্রামের মুরব্বি ও সকল শ্রেণী পেশার মানুষজনদের নিয়ে একসাথে ইফতার করলেন উপজেলার নেমতাবাদ গ্রামের কৃতি সন্তান সমাজ সেবক এমকেএম কামাল হোসেন। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। কর্মজীবনের তাগিদে রাজধানী শহর ঢাকায় পরিবার নিয়ে বসবাস করেন উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের এই কৃতি সন্তান। মনে চাইলেও কাজের চাপে জন্মস্থানের মানুষগুলোর সাথে একসাথে বসার বা কথা বলার সুযোগ হয়না। তাই এই রমজানে নিজের গোত্রের লোকজন এবং সারা গ্রামের মানুষদের নিয়ে একসাথে ইফতার মাহফিল করার আয়োজন করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রামের মানুষ এবং গ্রামের আলেম- ওলামাদের সাথে নিয়ে একসাথে ইফতার করলেন। নিজবিস্তারিত