Main Menu

Monday, March 10th, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছরের ভাতিজার হাত ধরে পালালেন চাচি!

স্বামীর কষ্টে জমানো নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ন নিয়ে পাওয়ার ট্রলি চালক ভাতিজার হাত ধরে উধাও হয়েছেন এক চাচি। চাচি আফরোজা (ছদ্মনাম) বয়স ২১ বছর হলেও ভাতিজা মো. রিফাতের বয়স ১৫। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর গ্রামে। ভাতিজার হাত ধরে চাচির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি এলাকার চায়ের টেবিলে ঝড় তুলেছে। সবার মুখে মুখে এখন এ আলোচনা-সমালোচনা। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দরনগর গ্রামের মো.ইসমাইলের ছেলে মো. মাহবুব হাসানের আড়াই বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী আশ্রাফবাদ গ্রামে এক মেয়েকে বিয়ে করেন। এক যুগ ধরে মো.বিস্তারিত