Tuesday, December 17th, 2024
সরাইলে নিখোজের তিনদিন পর তিতাস নদী থেকে ভেসে উঠলো হাবিবের লাশ
মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোজের তিনদিন পর ভেসে উঠলো হাবিব মিয়ার লাশ।নিহত হাবিব মিয়া (২৫) উপজেলা অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মো.শামছু মিয়ার পুত্র। স্থানীয় এলাকাবাসী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার(১৪ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে পাকশিমুল হাওরে তিতাস নদীর উপর দিয়ে মাটি বুঝাই একটি বড় ষ্টিলের নৌকা একটি ইটভাটার দিকে যাচ্ছিলন। এসময় নদীতে পেতে রাখা মাছধরার জাল নৌকার ইঞ্জিনের পাখার সাথে ঘুরপাক খেয়ে নৌকাটির ইন্জিন বন্ধ হয়ে যায়।নিহত হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। নৌকার লোকজন হাবিবকে ৫ হাজার টাকায় বিনিময়ে জালটি খুলতে নেয়। হাবিব ১০বিস্তারিত