Main Menu

Sunday, January 7th, 2024

 

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিজয়ী মোকতাদির চৌধুরী

বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়, নৌকা প্রতীকে মোকতাদির চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট। আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মোকতাদির চৌধুরী জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী।বিস্তারিত


নৌকাকে হারিয়ে জিতলেন একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান পারসনের সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ একে একরামুজ্জামান। রোববার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। ৭৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল শেষে দেখা যায়, কলার ছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী একে একরামুজ্জামান পেয়েছে ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূইয়া ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন। তিনি কলার ছড়ি প্রতীকে ৮৪ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৮১ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১১৮ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


ব্রাহ্মণবাড়িয়া-৪: আইনমন্ত্রী আনিসুল হক জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিজয়ী হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ২ লাখ ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোটের ফলাফলের সর্বশেষ তথ্যে এ চিত্র দেখা যায়। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। এর বিপরীতে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। আর ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।