Main Menu

Thursday, October 10th, 2013

 

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নব কমিটি গঠিত

জনাব, এম. এ খালেক(সাবেক এমপি) কে সভাপতি, ভিপি আবদুল মান্নান-কে সাধারণ সম্পাদক ও এ কে এম মুসা কে সাংগঠনিক সম্পাদক করে ১৩৬ সদস্যের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটি এবং ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি জেলা বিএনপি অনুমোদন করেছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি. এম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা বিএনপি আশা করে উক্ত কমিটির সুযোগ্য ও সঠিক নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত সরকার বিরোধী আন্দোলন আরো তীব্রতর করার ক্ষেত্রে সঠিক ভূমিকা রাখবে।


শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের অভিনন্দন

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মীয় বাঙালীর সার্বজনীন দূর্গোৎসব। মহাষষ্ঠীতে নবপত্রিকা কল্পারম্ভ ও দেবীর বোধনের মাধ্যমে শুরু হয়েছে দেবী দূর্গার আরাধনা। পাঁচ দিন ব্যাপী সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। এই উৎসবকে ঘিরে সকলের মাঝে নতুন মাত্রায় ফিরে আসুক শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণতা। শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বিগত উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।


আওয়ামীলীগ সরকারের আন্তরিকতার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে..মেয়র হেলাল উদ্দিন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে । ভিজিএফ, টিআর, কাবিখা, বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, মাতৃত্ব কালিন ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষি ভর্তুকি চালু করেছে। দেশের  দরিদ্র জনগোষ্ঠির জীবনযাপনের মান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লে কর্মমুখী প্রশিণ দান, ুদ্র ঋণ বিতরণ, সমবায় সমিতি গঠন সহ তাদের বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকেবিস্তারিত


বিজয়নগরে মাদক সহ আটক এক

আজহারুল ইসলাম খান : বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর আবুল কাশেমের কাচা রাস্তা থেকে দুপুর ২টায় বিজয়নগর থানার এসআই হাসান ১ কেজি গাঁজা সহ সুহেল মিয়া (১৮) কে আটক করে। তার বাড়ি উপজেলার কাশিপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিনগর কাচা রাস্তা থেকে তাকে আটক করে বিজয়নগর থানায় একটি মাদক আইনে মামলা করা হয়।


আশুগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ১ ঘন্টা পর ট্রেন ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘন্টা পর আখাউড়া স্টেশন থেকে রিলিফ ট্রেন গিয়ে ওই ট্রেনটিকে সরিয়ে তালশহর স্টেশনে নিয়ে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, রিলিফ ট্রেন গিয়ে ওই ট্রেনটিকে সরিয়ে নিলে ৪ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


মধ্যপাড়ায় পূজা মন্ডপের প্রবেশদ্বারে ময়লার স্তুপ, ভোগান্তিতে এলাকাবাসী

শহরের প্রাণ কেন্দ্র মধ্যপাড়ায় শারদীয় দূর্গা উৎসবের পূজা মন্ডপের প্রবেশদ্বার ও সড়কে আবর্জনার স্তুপ পড়ে রয়েছে । আর এতে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে মন্ডপ গুলোতে এবং এর আশে পাশের বাসাবাড়িতে। সরেজমিনে বৃহস্পতিবার ঐসব এলকা ঘুরে দেখা গেছে, শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির এলাকা এবং মধ্যপাড়া দূর্গা বাড়ি এলাকায় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সে গুলো পচে দূর্গন্ধ ছড়াচ্ছে সেখানে। এতে ঐ সব পূজা মন্ডপের দর্শনার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী এই ময়লা অপসারণের জন্য পৌর মেয়রের সদর দৃষ্টি কামনা করেছেন।