Main Menu

Saturday, March 23rd, 2013

 

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বি.এন.পিও

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে ১৫ মিনিটের টর্নেডোতে ২০ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে নারী-শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে কয়েকশ মানুষ। সদর উপজেলা বি.এন.পি সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল জানিয়েছের গতরাত থেকেই জেলা ছাত্রদল,যুবদল র্কমীরা র্দূগত এলাকাতে খাবার দিয়ে সাহায্য করছে । এখানে উল্লেখ্য যে, খালেদ হোসেনের মালিকানাধীন মাছিহাতা সোয়েটার ফ্যাক্টরীতে ঐ  অঞ্জলের ২০সহস্রাধিক লোক র্কমরত । তাদের সবার পরিবারের খোজ নিতে মিসেস খালেদ হোসেন শ্যামল নিজে তদারকি করেছেন।


র্দুগতদের পাশে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী

সুমন নূর : টণেটোতে আহত রোগীদের দেখতে আজ সকালে হাসপাতাল পরির্দশন করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম। উনি হাসপাতলের প্রতিটি ওর্য়াডে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের স্বান্তনা দেন । পরির্দশন শেষে মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের জানান, সরকার সম্ভাব্য সবকিছু করতে এবং ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করতে সদা প্রস্তুত আছেন। এই সময়ে তার সাথে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র জনাব মোঃ হেলাল উদ্দিন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক


এ যেন কেয়ামতরই এক রুপ—বলল একজন বৃদ্ধ। টর্নেডতে লন্ডভন্ড ব্রাক্ষনবাড়িয়া।

ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলায় ছয়টি গ্রামের ওপর বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে গাছ উপড়ে পড়ে রেললাইনে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় মাত্র ১৫ মিনিটের ভয়াবহ টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার ২০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। শিশুসহ নিহত হয়েছেন ১৯ জন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক ব্যক্তি। নিহতদের মধ্যে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়া গ্রামের ডলি রানী দে (৩০), একই ইউনিয়নের পাতিরহাতা গ্রামের লাভলী বেগম (৩০), সুমা আক্তার ও জয়নাল মিয়ার পরিচয় পাওয়া গেছে। তাত্ক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অন্তত পাঁচ শতাধিক ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করাবিস্তারিত