Main Menu

Saturday, March 30th, 2013

 

সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১০

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে সড়ক দুর্ঘটনায় আবু মালাকার (৪৫) একজন  নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর ১০ জন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়,  শনিবার নরসিংদীর বেলাব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাচ্ছিলো। দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার রামপুর ব্রীজের সন্নিকটে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাস যাত্রী আবু মালাকার ঘটনাস্থলেই মারা যায়। এসময় মাইক্রোবাসে থাকা মহিলা-শিশুসহ কমপে ১০জন গুরুতর আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাঞ্ছারামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ১ কলেজ ছাত্র নিহত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাইক্রোবাসের তলায় পিষ্ট হয়ে নিহত হয়েছে মোঃ সুমন আহমেদ শুভ (১৭) নামের  বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের এইচ,এস.সি এক শিার্থী । গত শুক্রবার রাতে জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাঞ্ছারামপুর সদরে টিউশনী করে নিজ বাড়ী দশদোনা ফেরার পথে ঢাকা বাঞ্ছারামপুর সড়কের সময় জগন্নাথপুর গ্রামে রাস্তায় রাত সাড়ে ৮টার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এ সময় ঘাতক মাইক্রোবাস  চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে টহল পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত


নবীনগরে তৌহিদ-তৌফিক স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (৩০.০৩.১৩) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে ‘তৌহিদ-তৌফিক স্মৃতি শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ডা. আবুল হাশেম। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করেন। এতে বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তির প্রতিষ্ঠাতা এডভোকেট একরামুল হক মাখন, প্রথম আলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম, সহকারি শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ।


টর্ণেডো বিধ্বস্থ ৩০০ পরিবারে বিটঘরবাসির উদ্যোগে ত্রাণ বিতরণ

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামবাসির উদ্যোগে গত শুক্রবার সম্প্রতি টর্ণেডো বিধ্বস্থ  জেলার দোবলা, পাটশালা, চান্দি, চানপুর ও চিনাইর গ্রামের ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে বিটঘর গ্রামের শতাধিক তরুন গত দুদিন ধরে এসব ত্রাণ সামগ্রী কেনার জন্য ঘরে ঘরে গিয়ে লক্ষাধিক টাকা সংগ্রহ করে। পরে উত্তোলিত টাকায় ত্রাণ সামগ্রী কিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণে করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুর রহমান, বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত


তাদের দুই কান কাটা তাই তারা শুনেন না.. খালেদা জিয়া

মনিরুজ্জামান পলাশ : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সারা দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। ঘরে বাইরে মানুষ নিরাপদ নয়। দাঁড়িওয়ালা, টুপিওয়ালা দেখলে তাদের উপর আক্রমন করা হয়। হিন্দুদের মন্দির ভেঙ্গে ফেলা হচ্ছে, গির্জায় আক্রমন হচ্ছে। মানুষ খুন এবং গুম করছে সরকার। মানুষের নিরাপত্তা নেই। দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করা হচ্ছে। বাধ্য হয়ে মা-বোনরা লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসছে। তাদের দুই কান কাটা তাই তারা শুনেননা। টর্ণেডোয় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের পাশে আছি। পাশে থাকবো। জালেমদের হাত থেকে দেশ মুক্ত করে মানুষের নিরাপত্তা দেয়ার কথা বলেন তিনি। শনিবারবিস্তারিত


আমিনপুর থেকে বালকের লাশ উদ্ধার

  প্রতিবেদক : শনিবার পৌর এলাকার আমিনপুর থেকে অজ্ঞাত পরিচয় এক বালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, আমিনপুর গ্রামের ছয়বাড়িয়া এলাকার একজন কৃষক তার জমি দেখতে গেলে জমির পাশের খালে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক মো. আরিফ আলী জানান, আমরা লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। বালকটিকে মনে হয় তিন-চার দিন আগে মেরে ফেলে রাখা হয়েছে। তাই কিছূ বোঝা যাচ্ছেনা। গোর্কন গ্রামের সঞ্জয় কর্মকারবিস্তারিত