Main Menu

Tuesday, January 15th, 2013

 

আখাউড়ায় দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ আহত ৫

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে দেবগ্রাম ও নুরপুর এলাকা লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ আট-দশ রাউন্ড রাবার বুলেট ছোড়ার পাশাপাশি লাঠি চার্জ করে। এদিকে হামলায় আহত আলমগীর ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. ফজলে রাব্বি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। রাব্বির অভিযোগ পুলিশ অহেতুক তাকে পিটিয়েছে। জানা গেছে, সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নূরপুর এলাকার বাসিন্দা বাবুল পারভেজের দোকানের সামনে মোটর সাইকেল রাখে সুলতানপুরের এক যুবক। এ নিয়েবিস্তারিত


সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের মৃত্যুতে ইঞ্জিঃ শ্যামলের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য সৈয়দ মোশের্দ কামালের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব (শ্যামল)। তিনি এক শোক বিবৃতিতে বলেন, সৈয়দ মোর্শেদ কামাল একজন সৎ, যোগ্য, জনদরদী দেশ প্রমিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। সৈয়দ মোর্শেদ কামালের মৃত্যুকে দেশের অপূরনীয় ক্ষতি বলে বর্ণণা করে ইঞ্জিঃ শ্যামল মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সৈয়দ মোর্শেদ কামালের ইন্তেকালে নাসিরনগর উপজেলা বিএনপির শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য সৈয়দ মোশের্দ কামাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একরামুজ্জামান (সুখন) এবং সাধারণ সম্পাদক এম,এ,হান্নান চেয়ারম্যান। বিবৃতিতে নেত্রীবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের ইন্তেকালে জেলা বিএনপির শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য সৈয়দ মোশের্দ কামাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইসচেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদ এবং সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। বিবৃতিতে নেত্রীবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি ও ১৮দলের মানব প্রাচীর

প্রতিবেদক : মহাজোট সরকারের দূর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, নির্যাতনের প্রতিবাদে এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ১৮দলীয় জোটের উদ্যোগে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব প্রাঙ্গনে মানব প্রাচীর কর্মসূচী পালিত হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী এডঃ হারুন আল রশিদের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস ছাত্তার ভূইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জিল্লুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলাবিস্তারিত


জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের মধ্যবর্তী জলাশয় থেকে লাশ উদ্ধার

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের মধ্যবর্তী জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ এ লাশ উদ্ধার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকায় থাকা লোকজন প্রথমে দুর্গন্ধ পায়। পরে তারা পাশের জলাশয়ে লাশটি দেখতে যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এস.আই কবির হোসেন জানান, নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। দুই হাতবিস্তারিত


সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য সৈয়দ মোশের্দ কামাল (৬৮)কে মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের বাড়ি উপজেলার খান্দুরা সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ (অবঃ) গোলাম নূর, শিল্পপতি আলহাজ্ব নাজির মিয়া, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সুনীল দত্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুউদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটিরবিস্তারিত


পৈরতলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩০) মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে শহরের পৈরতলা রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সেপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী নিহত হয়েছে।


লিলু মিয়া হত্যাকান্ড, রফিক উদ্দিন ঠাকুরের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেনে আদালত। লিলু মিয়া হত্যা মামলায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা ফেরদৌসের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। লিলু মিয়া হত্যা মামলাটি কুমিল্লার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছেন। মামলার প্রধান আসামী রফিক উদ্দিনের সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলে বিজ্ঞ আদালত তিন দিনের মঞ্জুর করেন। জানা যায়, আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ খুনের ঘটনায় দীর্ঘদিন পালিয়ে থেকে জেল হাজতে গেলে রফিক ঠাকুরকে শ্যেন এরেস্ট দেখানো হয়। সরাইল সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় গতবিস্তারিত


আখাউড়ায় বিপুল পরিমান ভারতীয় পটকা জব্ধ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পটকা উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাতে উপজেলার ধলেশ্বর সীমান্ত এলাকা থেকে এসব পটকা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত পটকার মূল্য এক লাখ ২৩ হাজার একশ’ টাকা। বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম জানান, আমাদের কাছে তথ্য ছিল ভারত থেকে পটকার একটি চালান দেশে ঢুকবে। রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ২০২২/৯ এস পিলারের সামনে ফকিরমোড়া ক্যাম্পের সদস্যরা ৭ ধরনের পটকা জব্ধ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত পটকা আখাউড়া কাস্টমর্সে জমা দেওয়া হয়েছে।