Main Menu

“প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রক ও পরিচালক শক্তি”_আল্লামা ইমাম হায়াত

+100%-

“”প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রক ও পরিচালক শক্তি”।
__আল্লামা ইমাম হায়াত
(মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।

দুনিয়ায় সত্য ও জীবনের বিরুদ্ধে মিথ্যা ও জুলুম এবং স্বৈরদস্যুতার রাজনীতি আছে। আবার সত্য ও জীবনের সুরক্ষা ও কল্যাণে মানবতার রাজনীতিও জীবনের দয়াময় স্রষ্টা তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে দান করেছেন। মানুষ দাবি করলে এবং মানবজীবন বুঝলে অরাজনৈতিক যেমন হওয়া যায় না তেমনি মানবতাবিরোধী কোনো রাজনীতির সমর্থন করা যায় না। জীবনের সুরক্ষা ও কল্যাণের রাজনীতি একমাত্র স্রষ্টার মহান রাসুল প্রদত্ত মানবতার রাজনীতি।

জীবনের বিরুদ্ধে ধ্বংসাত্মক রাজনীতি মানবতাবিরোধী একক গোষ্ঠীবাদি অপরাজনীতি। একমাত্র মানবতার রাজনীতি ছাড়া মানবজীবনের বৈধ কোনো রাজনীতি নেই। মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য প্রাকৃতিক বিষয়।মানবতার রাজনীতি না বুঝা মানবজীবন বুঝতেই অক্ষমতা। মানবতার রাজনীতি অস্বীকার করলে মানবজীবন অস্বীকার হয়ে যায় এবং জীবনের উপর মিথ্যা ও জুলুমের নিয়ন্ত্রণ এবং জীবনের বিরুদ্ধে অপশক্তির অপরাজনীতির স্বৈরদস্যুতন্ত্র সমর্থন হয়ে যায়। মানবতার রাজনীতি ছাড়া আর সব রাজনীতিই সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ। মানবতার রাজনীতি মানবিক মানুষ তৈরি করে এবং মানবতাবিরুদ্ধ অপরাজনীতি মানুষকে মানবতার শত্রু অমানুষ বানায়। মানবতার রাজনীতি থাকলেই মানবতার সমাজ তৈরি হয়, নাহয় মানবতাবিরুদ্ধ অপরাজনীতির মাধ্যমে অমানুষের হিংস্র পাশবিক সমাজ তৈরি হয়। মানবতার রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি।মানবতাবিরোধী রাজনীতি একক ধর্মের নামে বা একক জাতি একক গোষ্ঠী ভিত্তিক রাজনীতি। মানবতাবিরুদ্ধ রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করেনা বরং উৎখাত করে রাষ্ট্রকে সব মানুষের বিরুদ্ধে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্রে পরিণত করে। একক ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি ও একক জাতি ভিত্তিক একক গোষ্ঠীবাদি রাজনীতি মানবতার রাজনীতির বিপরীত স্বৈররাজনীতি। একক ধর্মের নামে রাজনীতি- রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের শিক্ষার বিপরীত- অধর্ম উগ্রবাদ- ধর্মের নামের অসৎ অপব্যবহার এবং ধর্ম ধ্বংসাত্মক অপরাধ। ধর্মরাষ্ট্রের নামে একক ধর্মের নামে রাজনীতি মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ধর্মের নামে চালিয়ে দিয়ে ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা এবং ধর্মের মর্যাদা ও ধর্মের পবিত্রতা নষ্ট করা। মানবতার রাজনীতিই ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি। রাষ্ট্র সবার এটাই প্রকৃত ধর্মের শিক্ষা। মানবতার রাজনীতির মাধ্যমে ধর্মের মানবিক শিক্ষাই বাস্তবায়িত হয়।রাষ্ট্রক্ষমতার বলে ধর্মের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ চাপিয়ে দেয়া ধর্মকে হত্যা করা। জাতীয়তাবাদি রাজনীতির উৎস বস্তুবাদি মতবাদ। বস্তুবাদি জাতীয়তাবাদ জীবনের সত্যের বিপরীত। বস্তুবাদি জাতীয়তাবাদ মানবসত্তার আত্মিক মৃত্যু।

বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি বিষাক্ত বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনার মাধ্যমে মানুষের মধ্যে বস্তুবাদি বিভেদ- বিদ্বেষ- বৈষম্য- বর্ডার তৈরি করে অখন্ড মানবতাকে ধ্বংস করেছে। সত্যের বিলুপ্তি ও মানুষ অমানুষ হওয়া এবং
মানব জীবনের সকল সংকট ও দুর্দশার মূলে আছে মানবতার রাজনীতির শূন্যতা এবং মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি অপরাজনীতি। মানবতার রাজনীতি ভাষা- গোত্র- দেশ- রাষ্ট্র -বর্ণ- লিংগ- বর্ডার ইত্যাদি সব বস্তুর উর্ধে কেবল জীবনের দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার ভিত্তিতে অখন্ড মানবতার ধারা। স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার আলো রেসালাতের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার ধারা মানবতার রাজনীতি। সব মানুষের কল্যাণের রাজনীতির নাম মানবতার রাজনীতি। সব মানুষের সমান অধিকার স্বাধীনতার রাজনীতি মানবতার রাজনীতি।

মানবতার রাজনীতির লক্ষ্য সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র এবং মানবিক সাম্য ও বিশ্বসম্পদে সব মানুষের মালিকানা ও সব মানুষের বিশ্বনাগরিকত্ব ভিত্তিক অখন্ড মানবতার দুনিয়া গড়ে তোলা। জীবন আল্লাহতাআলার দান- মানবতা প্রাণাধিক প্রিয়নবীর দান।

লেখক – আল্লামা ইমাম হায়াত, প্রবর্তক: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।