Main Menu

সরাইলে বাস চাপায় শিশু নিহত

+100%-

মোহাম্মদ মাসুদ:: হতভাগ্য শিশুটির নাম ফেরদৌস (০৮)। বাবা লিয়াকত আলী একজন রিকশা চালক। মা শাহারা খাতুন হোটেলে ও অন্যের বাড়িতে কাজ করেন। মাকে খুঁজতে গিয়ে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে লাশ হলো শিশু ফেরদৌস। মায়ের সাথে তার আর দেখা হলো না। নির্মম এ ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেরদৌসের বাড়ি মহাসড়কের পাশে শাহবাজপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন লাল মিয়ার পাড়ায়। বাবা চলে গেছেন রিকশা চালাতে। মাকে বাড়িতে না পেয়ে শিশু ফেরদৌস চলে আসে মহাসড়কে। মাকে খুঁজতে সে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী কোচ বেপরোয়া গতিতে এসে ফেরদৌসকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় লোকজন সাথে সাথে মহাসড়ক বন্ধ করে দেয়। সরাইল থানা ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর মহাসড়ক উম্মুক্ত হয়।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এনা পরিবহনের গাড়ি গুলো সব সময় এ সড়কে কোন কিছুর তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে চলে। এ গাড়ির চালক গুলো স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের রাস্তা পাড়াপাড়ে কোন গুরুত্ব দেয় না।






Shares