Main Menu

১৮ দলীয় জোটের রোববারের হরতাল প্রত্যাহার

+100%-

 

 

 

ডেস্ক ২৪ : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত আগামী ১৯ মে রোববার সারাদেশের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

মহাসেনের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষের দিক বিবেচনায় রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

বুধবার সন্ধ্যা ৬টার কিছু পরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে সকালে একই কার্যালয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ১৮ দলের এক সংবাদ সম্মেলনের হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে পায়নি ১৮ দলীয় জোট। সেদিন সংবাদ সম্মেলন ডেকে কর্মসূচির তারিখ বদলে বুধবার একই সময় একই স্থানে হবে বলে জানানো হয়। কিন্তু বুধবারের সমাবেশেরও অনুমতি না পেয়ে প্রতিক্রিয়া জানাতে আবারও সংবাদ সম্মেলনের আয়োজন করে হরতালের কর্মসূচি দেয় জোট।

সংবাদ সম্মেলনে দুদু বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে, রাজবন্দীদের মুক্তি দাবিতে এবং হেফাজতের ওপর হামলার প্রতিবাদে এ প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলাম। একবার তারা ১৪৪ ধারার পরিস্থিতি তৈরি করে। আর এবার নিরাপত্তার কথা বলে টিভিতে বিজ্ঞপ্তি দেওয়া হলো।”

তিনি বলেন, “এই নিরাপত্তা কার? গণতন্ত্রের? যারা অধিকারের কথা বলবে, তাদের গলা টিপে ধরার নিরাপত্তার কোনো দরকার নাই।”

এক ব্যক্তি পদত্যাগ করলেই দেশে হরতাল, সংঘর্ষ, সভা, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

 

ডেস্ক ২৪ : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত আগামী ১৯ মে রোববার সারাদেশের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

মহাসেনের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষের দিক বিবেচনায় রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

বুধবার সন্ধ্যা ৬টার কিছু পরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে সকালে একই কার্যালয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ১৮ দলের এক সংবাদ সম্মেলনের হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে পায়নি ১৮ দলীয় জোট। সেদিন সংবাদ সম্মেলন ডেকে কর্মসূচির তারিখ বদলে বুধবার একই সময় একই স্থানে হবে বলে জানানো হয়। কিন্তু বুধবারের সমাবেশেরও অনুমতি না পেয়ে প্রতিক্রিয়া জানাতে আবারও সংবাদ সম্মেলনের আয়োজন করে হরতালের কর্মসূচি দেয় জোট।

সংবাদ সম্মেলনে দুদু বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে, রাজবন্দীদের মুক্তি দাবিতে এবং হেফাজতের ওপর হামলার প্রতিবাদে এ প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলাম। একবার তারা ১৪৪ ধারার পরিস্থিতি তৈরি করে। আর এবার নিরাপত্তার কথা বলে টিভিতে বিজ্ঞপ্তি দেওয়া হলো।”

তিনি বলেন, “এই নিরাপত্তা কার? গণতন্ত্রের? যারা অধিকারের কথা বলবে, তাদের গলা টিপে ধরার নিরাপত্তার কোনো দরকার নাই।”

এক ব্যক্তি পদত্যাগ করলেই দেশে হরতাল, সংঘর্ষ, সভা, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

Add comment






Shares