Main Menu

মজার কিংবা অবাক করা জানা-অজানা কিছু তথ্য।

+100%-

jana♠ প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোন কারনে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি।
♠ ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ, কিন্তু বেশীরভাগ ভূমিকম্প এতটাই ছোট হয় যে মানুষ কখনও অনুভব করতে পারেনা।
♠ পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির উপরে ভাসে!!
♠ Google এর সার্চ বক্সে Google উল্টো করে লিখলে (Elgoog) এমন এক সাইটে ওপেন হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো!
♠আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা স্ত্রীকে ফোন করেন নাই কারণ তারা দুই জনেই বধির ছিলেন।
♠ সারা বিশ্বে কোকাকোলা পানীয়ের প্রস্তুত ফর্মুলা মাত্র দুইজনে জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ।
♠ পিক্সেল হিসাবে মানুষের চোখের পিক্সেল ৫৭৬ পিক্সেল!
♠ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।
♠ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।
♠অংকে ১ মিলয়ন (১০০০০০০) লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনে ইংরেজিতে Million লিখতে সাতটি অক্ষর লাগে।
♠ ডিমের খোসার সাথে যেনো কুসুম না লেগে যায় তাই মুরগী দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।
♠ আপনি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে Colorfull শব্দটি উচ্চারণ করেন তবে যে দেখবে তার কাছে মনে হবে আপনি তাকে i love you বলছেন।
♠ এশিয়ার একমাত্র খিষ্টান দেশ ফিলিপাইন।
♠ পোল্যান্ডে কোনো দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।
♠ তাসের চারটি রাজা ইতিহাসের চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে রাজা সার্লিম্যান, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, এবং রাজা দাউস।
♠ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া যে কিনা নিজের ওজনের চেয়েও ৯গুন বেশি ওজেনের বস্তু বহন করতে পারে!
♠ আলকেমিরা পরশ পাথর দিয়ে স্বর্ন তৈরির ব্যার্থ প্রয়াস চালায়! মজার ব্যাপার হলো বিজ্ঞানী আইজ্যাক নিউটনও এর পিছনে অনেক সময় ব্যয় করে।
সূত্রঃ ইন্টারনেট।






Shares