নবীনগরে সর্ব্ব ধর্ম্ম মিশনের ১০০ বছর পূর্তি উৎসব
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সর্ব্ব ধর্ম্ম মিশনের ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নবীনগর উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামে সর্ব্ব ধর্ম্ম মিশনের প্রধান কার্যালয়ে তিনদিন ব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিভিন্ন ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান,স্মৃতিচারণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে উপ-সচিব নবীনগরের সাবেক ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম।
প্রধান অতিথি এর পূর্বে প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় ও উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত জেলেদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সর্ব্ব ধর্ম্ম মিশনের ১০০ বছর পূতি উদ্বোধন ও আলোচনার সভার সভাপতিত্ব করেন সর্ব্ব ধর্ম্ম মিশনের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার পাল।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক অধ্যাপক শ্যামা প্রদাস ভট্রাচার্য্য।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভ’মি) ইকবাল হাসান, অফিসার ইনচার্জ রনোজিত রায়, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, চেয়ারম্যন শাহিন সরকার, সমাজসেবক বিষ্ণু পদ দাস, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।