নবীনগরে শিক্ষা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা বৃত্তি পরিক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয় এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে দশটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮২টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল, ১৬টি মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির মোট ২১১৯ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ পরিচালনায়,কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মেদ, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদ আলম লিটন, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। পরীক্ষা পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোঃ বোরহান উদ্দিন।
ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবকদের উপস্থিতিতে উৎসবমুখর, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলো বেসরকারী পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ শিক্ষাবৃত্তি ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা বৃত্তি পরীক্ষা- ২০১৮।