নবীনগরে যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জলের (৪৫) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় এ মামলা দায়ের করা হয়।
জানা যায়, গত ২৯ এপ্রিল উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বাজারে দোকানে বাকী খাওয়াকে কেন্দ্র করে বাড়াইল ও বাড্ডা গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বৃহস্পতিবার রাতে যুগান্তর পত্রিকার নবীনগর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়।
সাংবাদিক মোস্তফা আহমেদের নামে মামলার বিষয়ে নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন ও নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রোজা টিটু বলেন, ‘আমাদের জানামতে, দুই গ্রামের সংঘর্ষের সময় সাংবাদিক উজ্জ্বল এলাকাতেই ছিলেন না। একটি মহল সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাকে প্রধান আসামি করেছে।’
সাংবাদিকের নাম ওই মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান এই সাংবাদিক নেতারা।
অন্যথায়, কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ‘তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে নিরপরাধ ব্যক্তিকে অযথা হয়রানি করা হবে না। পুলিশকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে এ মামলাটি আমি নিজে তদন্ত করব।































