Main Menu

নবীনগরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

+100%-
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোশরাত ফারখান্দা জেবিন এ তথ্য জানান।
আক্রান্তরা  হলেন, ওষুধ কোম্পানীতে কর্মরত বাঙ্গরার অধিবাসি শফিক মিয়া (৩০), টিয়ারা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৪৮) ও শ্রীঘর গ্রামে বেড়াতে আসা পাশ্ববর্তী বাঞ্ছারামপুরের বাসিন্দা মামুন মিয়া (২৪)। এ নিয়ে নবীনগরে মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরএমও বলেন, ‘নতুন করে আক্রান্ত হওয়া তিনজনকেই শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শুক্রবার ৭ জনের রক্তের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ধরা পরে। শনিবার নতুন করে আরও তিনজনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
এছাড়াও, গত সপ্তাহে করোনায় আক্রান্ত বীকন ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার জুয়েল মিয়ার (৪০) দ্বিতীয়বারের পরীক্ষায়ও পজিটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এরই মধ্যে সরকারি হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ বারীসহ মোট ১৩ জন সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। এদের মধ্যে জাফরপুর গ্রামে একই পরিবারের ১২ জনও এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।





Shares