Main Menu

নবীনগরে পাল্টাপাল্টি সংঘর্ষ আহত ২৫, চলছে ভোট গননা

+100%-

votecontআমিনুল ইসলাম, প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে সকাল ৮ দিকে ইউপি নির্বাচন ভোট গ্রহন অনুষ্ঠিত হলে দুপুর বাজার সাথে সাথে শুরু হয় প্রবল বৃষ্টি,যার ফলে সবগুলো কেন্দ্র নিরব নিস্তদ্ধ হয়ে যায়।

১১ টি ইউনিয়নের মধ্যে নবীনগর পূর্ব,ইব্রাহিমপুর,বিটঘর ও বীরগাঁও সহ কয়েকটি কেন্দ্রে বিকাল ঘুনিয়ে আসার সাথে সাথে শুরু হয় দুপক্ষে সংঘর্ষ।বেশিভাগ কেন্দ্রে চেয়ারম্যান ও সাধারন সদস্য প্রার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা হয়।

অন্যদিকে নবীনগর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ ও বি,এন,পি প্রার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয় অপর দিয়ে ইব্রাহিমপুর ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ভোট গননার আগে সংঘর্ষ বাধে।দুটি কেন্দ্রে পুলিশ নিয়ন্ত্রণ আনতে রাবার ভুলেট ও লাঠি চার্জ করে এতে ১০ জন গুরুত্ব আহত হয়। আহতদের উপজেলা ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দ্রের দায়ীত্বরত এস আই লালন কে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।তবে গ্রামবাসী মনে করছেন, এ ঘটনার জের ধরে এলাকায় আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

১০৩ টি কেন্দ্রে মধ্যে ভোটার সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ১৩০ জন।বিকাল ৪ পর ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গননা।

নির্বাচনী সংঘর্ষের এড়াতে প্রত্যেকটি কেন্দ্র বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।






Shares