Main Menu

জঙ্গিবাদ নিমূর্লে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:: আল মামুন সরকার

+100%-

sarker6816

আশুগঞ্জের শরিফপুর ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী শান্তি সমাবেশ

৬ আগষ্ট শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়ায় শরিফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ইউনিয়নবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান পশ্চিম অঞ্চলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

শরিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ, মোবারক আলী চৌধুরী, আড়াইসিদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারী, শরিফপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাফিউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, হেবজুল বারী বকশি, শরিফপুর ইউনিয়ন পরিষদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন চৌধুরী প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, জঙ্গিবাদ নিমূর্লে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গুটি কয়েক জঙ্গিবাদীর জন্য দেশকে আমরা পিছিয়ে নিতে পারি না। তারা চাই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে। তাই আমাদের প্রত্যেকটি ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে সোচ্চার হতে হবে এবং তাদেরকে সমূলে নির্মূল করতে হবে।

তিনি এ সময় শরিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে বিজয়ী প্রার্থী সাফি উদ্দিন চৌধুরী ও পরাজিত প্রার্থী মোঃ সুমন চৌধুরীর সমর্থকদের মধ্যে সৃস্ট বিবাদ নিষ্পত্তি করেন। দুই প্রার্থীর সমর্থকরা এবং প্রার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে বিরোধটির স্থায়ী নিষ্পত্তি করেন।

এ সময় বিজয়ী চেয়ারম্যান মোঃ সাফিউদ্দিন চৌধুরী ইউনিয়নের সকলকে নিয়ে একযোগে সরকারের সকল উন্নয়নকাজ করার অঙ্গিকার করেন এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন চৌধুরী ইউনিয়নের সকল কাজে বিজয়ী চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরীকে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।






Shares