নবীনগরে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
এস এ রুবেল, নবীনগর প্রতিনিধিঃ নবীনগর উপজেলায় অনুষ্ঠেয় ২০টি ইউনিয়নে ইউ,পি নির্বাচনে (বীরগাও ব্যতিত) ১৯টি ইউনিয়নের নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারন আসনের ইউ,পি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১/৬) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা ভুমি কর্মকর্তা ওয়ালিউল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, স্থানীয় সাংসদের পিএস এবিএস জাবেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ হালিম, আওয়ামীলীগ নেতা শিব শংকর দাস, নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে শপথ গ্রহনকারীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।