অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে আসলেন চালক!




উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের ( নবীনগর থানা ও অন্যান্য) দীর্ঘ ১ মাসের প্রচেষ্টায় অটোরিকশাটি ফিরে পেয়ে উৎফুল্ল গিয়াসউদ্দিন।
অটোরিকশাটি পেয়ে উচ্ছ্বসিত গিয়াস উদ্দিন গতকাল ৯ডিসেম্বর সকালে ইউএনও রাজিব চৌধুরী কে কৃতজ্ঞতা জানাতে ছুটে আসেন। পরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেজে বিষয়টি জানিয়ে পোস্ট করেন।
ইউএনও রাজিব চৌধুরী বলেন, অসহায় মানুষদের পাসে দাড়ানো ও সামাজিক অবক্ষয় রোধ করা আমাদের দ্বায়িত্ব। গিয়াসউদ্দিনে একমাত্র সহায়সম্বল বলতে এই অটোরিকশাটিই ছিলো,যে রিকশাটি চুরি হয়েগিয়েছিলো। সেটা ফিরিয়ে দিতে পারে খুব ভালো লাগছে। এছাড়া ইউএনও নিজে নবীনগর থানার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
« কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগর উপজেলা ও পৌর শাখার জিয়া মঞ্চের আহবায়ক কমিটি গঠন »