Main Menu

১০০০০ পাঠক বন্ধু ও কিছু কথা- মনিরুজ্জামান পলাশ

+100%-

logo 5

২০১০ সাল, কিছু সমাজ ভাবুক মানুষ পরিকল্পনা নেন একটি সংবাদপত্র প্রকাশের। তাদের একজন একটু আগ বাড়িয়ে চিন্তা করলেন প্রযুক্তির বিকাশতার। সংবাদপত্র থেকে আসে অনলাইন সংবাদপত্র তৈরীর চিন্তা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি অনলাইন পত্রিকা শুরু হচ্ছে যখন কিনা দেশের অনলাইন পত্রিকার সংখ্যা সব মিলিয়ে ১০-১৫ টি। সে সময় এই যুগান্তকারী সিদ্ধান্ত নেন ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর সম্পাদক জনাব আলী আসিফ গালীব ভাই। চমৎকার সব আইডিয়া যার কাছে সব সময় থাকে। ভীষণ রকম জ্ঞানপোকা এই মানুষটি সারাক্ষণ অনলাইনের বিভিন্ন বিভিন্ন আর্টিকেল পড়তেই থাকেন। সাধারণভাবে সাংবাদিকতা করেন আমার মত এমন সাংবাদিকরা অনেকেই কোন বিষয় পড়ে জানতে চাননা। সাধারণত আমরা কোন সোর্স বা বিরোধী পক্ষের সহায়তায় তথ্য উপাত্ত নিয়ে থাকি। কিন্তু জানার পরিধি একেবারে তলানিতে। ঠিক উল্টো হল গালিব ভাই।

fger

তো ২০১১ সাল নাগাদ পরিকল্পনা বাস্তবে রুপ নেয়। জেলার খ্যাতনামা সাংবাদিক জনাব আল আমিন শাহীনকে সম্পাদক করে জনাব সারোয়ার জাহান দিপুকে প্রকাশক রেখে চালু হল স্বপ্নের পত্রিকা। উপদেষ্ঠা করা হয় জেলার প্রবীণ সাংবাদিকদের আর উপজেলা সামলান তরুণ-প্রবীণ কর্মঠ ও মেধাবী সাংবাদিকরা। ফোরস্টার কনসোর্টয়াম নামক ব্যবসা সংগঠন থেকে অর্থের যোগান দেয়া হয়। যারা সেই সংগঠনটিকে রাত দিন অক্লান্ত পরিশ্রমে সচল রাখতেন তারা হল শ্রী প্রাণতোষ পাল দাদা ও আমিনুল ইসলাম জুয়েল ভাই। আমি ২০১১ সালের নভেম্বরে শিক্ষানবীশ হিসেবে । শহরের ফকিরাপুলে একটি তরুণে ঈদ শুভেচ্ছা দেখে আমি অনলাইনে যোগাযোগ করি। তখন সদা হাসোজ্জ্যল আল আমিন শাহিন ভাই আমাকে এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করে দেন। আমার সেদিনের অনুভূতিতা আজও মনে দাগ কেটে আছে। পথচলায় নানা বাধা-বিপত্তি পেরিয়ে আমরা চলছি। এর মাঝে সম্পাদক-পরিচালক বদল হয়েছে। তবে সেই সময় থেকে কোন ধরনের আপত্তি ছাড়া এই অফিস ও পত্রিকাটির খরচ চালিয়ে যাচ্ছেন শ্রদ্ধেয় সারোয়ার জাহান দিপু ভাই। আর শীত গ্রীষ্ম বর্ষা, দিন রাত যখনই সময় মিলে তখনই নানা তথ্য পাঠকদের জন্য আপলোড করে যাচ্ছেন গালিব ভাই। এমনও হয়েছে ১০০ ডিগ্রির উপরে জ্বর নিয়েও তিনি সংবাদ আপলোড বন্ধ করেন নি। আমরা চলছি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশায়। আমরা ২০১৫ সাল থেকে ফেসবুক পেজে পোষ্ট শুরু করি। আজ আমাদের ফেসবুকে পাঠক বন্ধুর সংখ্যা ১০.০০০ ছাড়িয়েছে। এই ঐক্যই পারে আমাদের সমাজে বদল আনতে। আপনারা আমাদের সাথে আছেন থাকবেন। আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব।

মনিরুজ্জামান পলাশ
এডমিন ডেক্স
ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম






Shares