Main Menu

ভৈরব-মাধবপুর এবং ময়নামতি-ব্রাহ্মবাড়িয়া বাইপাস-সরাইল রোড থ্রি-হুইলার অটোরিকশা, অটোটেম্পো নিষিদ্ধ

+100%-

ডেস্ক ২৪:: থ্রি-হুইলার অটোরিকশা, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চালাচল নিষিদ্ধে ২২টি জাতীয় মহাসড়কের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিষিদ্ধ ২২ মহাসড়কের তালিকা

এন-০১ : কাঁচপুর সেতু (ঢাকা)-মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার), এন-০২ : কাঁচপুর সেতু (ঢাকা)-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস, এন-০৩ : জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট, এন-০৪ : জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর, এন-০৫ : আমিনবাজার সেতু (ঢাকা)-মানিকগঞ্জ-পাটুরিয়াঘাট-খয়েরচর ঘাট-কাশিনাথপুর-হাটিকমরুল-বগুড়া বাইপাস- রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্দা, এন-০৬ : কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুড়িয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদীঘি স্থলবন্দর, এন-০৭ : দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ী মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা, এন-০৮ : তেঘরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কেওড়াকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী, এন-১০২ : ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মবাড়িয়া বাইপাস-সরাইল, এন-১০৫ : মদনপুর- ভুলতা-মিরেরবাজার-ভোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস), এন-৪০৫ : এলেঙ্গা-নলকা-হাটিকমরুল, এন-৫০২ : বগুড়া-নাটোর, এন-৫০৬ : রংপুর-বড়বাড়ী-কুড়িগ্রাম, এন-৫০৭ : হাটিকমরুল-বনপাড়া, এন-৫০৯ : বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী, এন-৫৪০ : নবীনগর-ইপিজেড-চন্দ্রভ, এন-৭০২ : যশোর-মাগুরা, এন-৭০৪ : ঝিনাইদহ-কষ্টিয়া-দাশুড়িয়া, এন-৭০৬ : চাঁচড়া মোড় (যশোর)-বেনাপোল, এন-৮০৪ ও ৮০৮ : ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ী মোড়, এন-৮০৫ : ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লারহাট- ফকিরহাট-নোয়াপাড়া, এন-৮০৬ : ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।

মন্ত্রী এ সময় সিএনজি অটোরিকশা ও ইজিবাইক চলাচলের জন্য আগামী বছর থেকে প্রতিটি ফোর লেনের সঙ্গে বাই-লেন নির্মাণ করা হবে বলেও সাংবাদিকদের জানান। মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিংস্টেশন থেকে গ্যাস সংগ্রহের জন্য মহাসড়কে ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত অটোরিকশা, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল করা যাবে বলেও জানান তিনি।






Shares