Main Menu

‘দাঙ্গা মুক্ত সরাইল চাই, নতুন সরাইল গড়তে চাই’ -সরাইল সাংস্কৃতিক ফোরামের উদ্যেগ

+100%-

সরাইল  প্রতিনিধিঃ সরাইলে গত শুক্রবার দিন ব্যাপী সাংস্কৃতিক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দাঙ্গা মুক্ত সরাইল চাই, নতুন সরাইল গড়তে চাই’  শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সরাইল সাংস্কৃতিক ফোরাম। ঠাকুর মেজবাহ উদ্দিন মিজানের সঞ্চালনায় মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঠাকুর জিয়া উদ্দিন আহমেদ। বিষয় ভিত্তিক মূল আলোচনা করেন- প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সঞ্জিব কুমার দেবনাথ ও আবদুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অধ্যাপক মানবর্দ্ধন পাল, কবি ওয়াহেদ রহমান, জহিরুল ইসলাম স্বপন, বদর উদ্দিন, মাহবুব খান বাবুল হক, দেওয়ান রওশন আরা, দেবদাশ শিংহ রায়, প্রমুখ। প্রধান অতিথি বলেন, আদিম বর্বর যুগ থেকে সভ্যতার ক্রমবিকাশ ঘটিয়ে সমাজ ও দেশকে আজ এ জায়গায় পৌঁছে দিয়েছে সংস্কৃতি কর্মীরা। শুধু দাঙ্গা নয়, আমাদের সমাজে আধুনিক সভ্যতার ছোঁয়ায় প্রবেশ করা সকল অপসংস্কৃতির বিরোদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।


Shares