Main Menu

লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায়ও ছাত্রীদের এগিয়ে আসতে হবে-জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

ডেস্ক ২৪::বুধবার সকাল ১০টায় গভঃ মডেল গালর্স হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান চৌধুরী, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব সৈয়দ মনিরুল হক, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস. আর. এম ওসমান গণি সজিব প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায়ও ছাত্রীদের এগিয়ে আসতে হবে। মেধা ও মননশীলতার মাধ্যমে এই স্কুলে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাদের প্রতি এখন একটি দায়িত্ব রয়ে গেল। তারা এখন প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পাশাপাশি দেশের সুনামও বয়ে আনতে হবে। আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয় অর্জন করেছ, তারা অত্যন্ত ভাল করেছ। তবে যারা বিজয়ী হতে পারেনি তারা আগামীতে আরো ভাল করবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে ৪ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেছে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।






Shares