Main Menu

মধ্যপাড়া বর্ডার বাজারে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

+100%-

শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় নব-ণির্মিত বর্ডার বাজারে গর্তের পানিতে পড়ে কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত  শিশু ফাতেফা (৪) মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার সজিব মিয়ার কন্যা। জানা যায়, শনিবার দুপুরে ১.৩০বৃষ্টির পর পরই খেলা করতে বের হয় ৪ বছরের শিশু ফাতেমা। পরিবারের লোকজন থাকে দেখতে না পেয়ে খোজাখোজি করতে থাকে প্রায় একঘন্টা পর নির্মাণাধীন বর্ডার বাজারের বাথরুমের গর্ত মধ্যে দেখতে পেয়ে এলাকবাসী দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর পরই এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং বলে ঠিকাদারের ভূলের কারণে আজ এই দূর্ঘটনা ঘটেছে।  কারণ বাথরুমের জন্য বিশাল গর্ত করা হয়েছে সেখানে বৃষ্টির পানি জমে সমতল হয়ে যায়। যা দেখে বুঝার উপায় নেই যে, সেখানে বিশাল গর্ত আছে। যদি ঠিকাদার এই গর্তের জন্য সর্তকতামূলক চিহ্নত করত তাহলে এ ধরণের ঘটনা ঘটত না। এ দিকে নিহত ফাতেমার লাশ হাসপাতাল থেকে নিয়ে আসার পর পরই  শুরু হয় স্বজদের হাজাহারি। তা দেখে এলাকাবাসীও ছোখের জল ধরে রাখতে পারে নি। এ নিয়ে সর্বত্রই ক্ষোভের সৃষ্টি হয়েছে।






Shares