Main Menu

বিজয়নগরে বিএনপির সমর্থিত প্রার্থী সহ দশজন জামানত হারিয়েছেন

+100%-

 

গৃহীত ভোটের আট ভাগের এক ভাগ থেকে কম ভোট পেলে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আট জনের মধ্যে চার জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জনের মধ্যে পাঁচ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে একজন প্রার্থী জামানত হারানোর তালিকায় রয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও বিজয়নগর ইউএনও বশিরুল হক ভূঁইয়া জানান, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন বিএনপির সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম লিটন (টেলিফোন), জাতীয় পার্টি সমর্থিত ইমদাদুল হক (চিংড়ি মাছ), নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী আবদুল সাত্তার (আনারস) এবং সাহিদ সিরাজী (মোটরসাইকেল), তার প্রাপ্ত ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম (উড়োজাহাজ), জাতীয় পার্টির জাকারিয়া আহমেদ (টিয়া পাখি), ওয়ার্কার্স পার্টির দীপক চৌধুরী বাপ্পী (মাইক), নির্দলীয় মোঃ আলী নেওয়াজ (তালা), সজরুল হক সুজন (চশমা) এবং রেদোয়ানুল বারী সিরাজী (বৈদ্যুতিক বাল্ব), নারী ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন নির্দলীয় প্রার্থী সেলিনা আক্তার (ফুটবল), সহকারী রিটার্নিং অফিসার বশিরুল হক ভূঁইয়া বলেন, গৃহীত ভোটের আট ভাগের এক ভাগ থেকে কম ভোট পেলে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।






Shares