Main Menu

সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

+100%-

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও ১৫জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন কিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর বৈশামুড়া এলাকায় সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সাথে ঢাকা গামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় এনা পরিবহনের ড্রাইভার খাইরুল বেপারী (৪০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর ট্রাকের চালক (অজ্ঞাতনামা) মারা যায়।এই ঘটনায় বাস ও ট্রাকের প্রায় ১৫জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিন যাত্রীকে ঢাকায় প্রেরন করা হয়েছে। এদিকে একই মহাসড়কের মালিহাতা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পানিতে ডুবে প্রাইভেটকার চালক পারভেজ (৩০)মারা যায়। পারভেজে সদর উপজেলার সুহিলপুর গ্রামের শাহেদ আলীর পুত্র। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  সার্জেন্ট আবদুর নূর  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় কবলিত এনা পরিবহন, ট্রাক ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে।






Shares