Main Menu

‘সংক্রমণ এড়াতে মাস্ক পরা অত্যাবশ্যক’

+100%-

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মাস্ক পরার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘লকডাউন উঠে গেছে, এখন সবাইকে সাবধান থাকতে হবে। সঠিকভাবে মাস্ক পরতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে।’

রবিবার (৩১ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে নাসিমা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘লকডাউন উঠে গেলেও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। সবাইকে সেই গাইডলাইন দেখার অনুরোধ জানাচ্ছি।’ লকডাউন পরবর্তী ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে এই গাইডলাইন মেনে চলার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক সেবন না করাই শ্রেয়। ধূমপায়ীরা করোনা আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মৃত্যুঝুঁকি অনেক বেশি।’ এ সময় তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান অধ্যাপক নাসিমা সুলতানা।






Shares