কসবায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিক সহ আহত-১০ আটক-১





জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পা
কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া বলেন, নতুন কমিটি গঠন করায় আমরা কসবা-আখাউড়া বিএনপির কান্ডারি কবির আহম্মেদ ভূইয়ার নির্দেশনা ও পরামর্শে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূূর্ণ মিছিলে বাধা দিয়েছে। পুলিশের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের ৫/৭ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মক তা মোঃ আলমগীর ভূঁইয়া জানান বি এনপি নেতাকর্মীদের মিছিল করার অ নুমতি ছিল না। যার কারণে পুলিশ তাদেরকে বাধা দেয়। তারা বাধা না মানার কারণে পুলিশ বিএনপি নেতা কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করে দে য়। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের এ ক নেতাকে আটক করে। বর্তমানে কসবা উপজেলার বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়ে ছে । বিএনপি ও যুবদলের পদবঞ্চিত পক্ষরা স্থানীয় বিএনপির অফিস দখল করে রাখেন। অবশেষে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনে নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি তপূর্ণ মিছিল করেন।
« নাসিরনগর পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় যুবদলের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল »