কসবায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার
রুবেল আহমেদ ॥ কসবায় অভিযান চালিয়ে ১শ ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে কসবা-চৌমুহনী সড়কের পাশে শাহপুর কবরস্থান এলাকা থেকে উদ্ধার করা হয়। পাচারের সাথে জড়িত ৪ চোরাকারবারীকেও আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, কসবা-চৌমুহনী সড়ক দিয়ে বিপুল পরিমান গাঁজার চালান পাচারের খবরে ঘটনাস্থলে কসবা উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে শাহপুর গ্রামের বড় কবরস্থানের পাশে অভিযান চালানো হয়। এসময় গাঁজাসহ চোরাকারবারীদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, জেলার পাশ^বর্তী নবীনগর উপজেলার কৃষ্ণনগর কোনাপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে রাজ মিয়া (২৭), কসবা পৌরসভার কালিকাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহরাব মিয়া (২২), খাড়পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৯) এবং কসবা উপজেলার জাজিসার গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে একরাম হোসেন জনি ওরফে বাবু (৩১) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০)।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদে ১শ ২০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।