কসবায় কৃষি জমির মাটি কাটায় দুজনকে অর্থদন্ড প্রদান
রুবেল আহমেদ ॥ কসবায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রাজনগর ও আলমপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার।
ভ্রাম্যমান আদলত সুত্রে জানা যায়, উপজেলা গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় সরকারী আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমির কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ সংশ্লিষ্ট লোকজন। এসময় দুই গ্রামের দুইজনকেই ৫০ হাজার করে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলো রিশাদ আলম চৌধুরী (২১) ও তৌহিদ আলম (৩৪)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন দুটি মামলায় দুজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।