Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্বগ্রহণ করেছেন।

৫ মে সোমবার সকাল ১১টা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল নব নির্বাচিত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৩১মার্চ কসবা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত এড.আনিসুল হক ভুইয়া, অধ্যাপিকা শাহীন সুলতানা ভাইস চেয়ারম্যান ও অধ্যাপিকা মোসাম্মদ বিলকিস আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ১৫ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন।এই সময় কসবা উপজেলা নির্বার্হী অফিসার জালাল সাইফুর রহমান সহ উপজেলা অফিসার বৃন্দ,জনপ্রতিনিধিসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পূর্বে কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এক মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, কসবা উপজেলা প্রেসক্লাবসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুলকে কসবা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান শুভেচ্ছা স্বারক তোলে দেন। 


Shares