Main Menu

কসবায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

+100%-

প্রতিনিধি॥ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। জানা যায়, কসবার পৌর মার্কেটের বিউটি ফ্যাশনে মালামাল কিনতে যায় শাহপুর গ্রামের কয়েক যুবক। তারা মালামালের দাম নিয়ে দোকান মালিক ও চড়নাল গ্রামের বাসিন্দা রাকিব মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে শাহপুর ও চড়নাল গ্রামের লোকেরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে চড়নাল গ্রামের বাসিন্দা ও বিউটি ফ্যাশনের মালিক রাকিব মিয়া (১৮), একই গ্রামের সাইফুল আলম (২৮) এবং শাহপুর গ্রামের হৃদয় (২৫), সোহাগ (২৬) ও রিপন (২২)সহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে রাকিব মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম তালুকদার জানান, পরিস্থিতি শান্ত আছে। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হুদা শিপন ঘটনাটির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন।






Shares