জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে,আশুগঞ্জে যুবলীগের বর্ধিত সভায় বক্তারা



প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা রবিবার রাতে স্থানীয় শ্রমকল্যান কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এবিএম আমজাদ হোসেন। আশুগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দেওয়ান ফারুক,ব্রাহ্মনবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম খোকন,আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হানিফ মুন্সি,জেলা যুবলীগের সাধালণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,আশুগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির সিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান সরকার,সাধারণ সম্পাদক আতাউর রহমান কবির,আশুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।বক্তারা বলেন,যারা দেশের স্বধীনতায় বিশ্বাস করে না,যুদ্ধাপরাধীদের বিচার চাই না এবং যারা বিশৃংখলা সৃষ্টি করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি করতে চাই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে দেশে ৬হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।আগামী জাতীয় নির্বাচনও বর্তমান সরকারের অধীনে হবে।যতই আন্দোলনের হুংকার দেয় বিরোধীদল তাতে কোন কাজ হবে না। |