Main Menu

আখাউড়ায় ১৫ সেপ্টেম্বর থেকে চট্টলার যাত্রাবিরতি

+100%-

প্রতিনিধি : আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথে চলাচলকারি চট্টলা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি দিবে। তবে ট্রেনে আসন বরাদ্দের বিষয়ে সোমবার পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ কিছু জানাতে পারেন নি।
আখাউড়া রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট মো. মোতালেব হোসেন জানান, ট্রেনটি আখাউড়ায় দু’মিনিট করে যাত্রাবিরতি দিবে। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে বেলা ১টা ৪০ মিনিটে ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা পোনে তিনটায়  আখাউড়া ছাড়বে।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট ডেমু ট্রেন উদ্বোধন করতে এসে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক আখাউড়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তিনি সংসদ সদস্য আলহাজ মো. শাহ আলমকে ডিও লেটার (অনানুষ্ঠানিক পত্র) পাঠানোর কথা বলেন। গত সপ্তাহে সংসদ সদস্য ডিও লেটার পাঠান।






Shares